চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

পেশাজীবী প্রবাসীদের ‘গ্রিন কার্ড’দেবে সৌদি আরব

পূর্বকোণ ডেস্ক

১৬ মে, ২০১৯ | ৫:৪৭ অপরাহ্ণ

সরাসরি স্থায়ী বসবাসের অনুমতি দিতে পেশাজীবী প্রবাসীদের জন্য গ্রিন কার্ড চালু করছে সৌদি আরব। ‘বিশেষ সুবিধাপ্রাপ্ত ইকামা’নামে এই পরিকল্পনার আওতায় বসবাসের অনুমতি পাওয়া প্রবাসীরা দেশটিতে ব্যবসা করার ও সম্পত্তি কেনার সুযোগ পাবেন।

সৌদি মন্ত্রিসভায় গতকাল বুধবার (১৫ মে) প্রথমবারের মতো এই ‘বিশেষ সুবিধাপ্রাপ্ত ইকামা’ পরিকল্পনার অনুমোদন দেয়া হয়েছে।

 সৌদি আরবের সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, কোনো সৌদি স্পন্সর ছাড়াই দেশটিতে পরিবারের সঙ্গে বসবাস করতে পারবেন প্রবাসীরা। পূর্বের স্পন্সর অপরিহার্য থাকছে না এ নতুন নিয়মে। তবে এখনও নতুন এই পরিকল্পনার বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

বর্তমানে সৌদিতে যে প্রবাসী ব্যবস্থা চালু আছে, তাতে সেখানে একজন সৌদি চাকরিদাতার ওয়ার্ক পারমিট নিয়ে বসবাস করার জন্য স্পন্সরশিপের অপরিহার্যতা রয়েছে। প্রায় এক কোটি বিদেশি সৌদি আরবে এ ব্যবস্থার আওতায় বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন।

নতুন ইকামা ব্যবস্থা নিয়ে আশাবাদী সৌদি আরবের কর্মকর্তারা। তাদের বিশ্বাস, এই ব্যবস্থার মধ্য দিয়ে বেশি সংখ্যক বিনিয়োগকারী ও উদ্যোক্তাকে সৌদি আরবের প্রতি আকৃষ্ট করা সম্ভব হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট