চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সুদানে ৩ বছরের মধ্যে নতুন সরকার গঠনে একমত সবপক্ষ

১৬ মে, ২০১৯ | ২:০৪ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : সুদানে বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে ক্ষমতাসীন সামরিক সরকার ঐকমত্যে পৌঁছেছে। বুধবার সুদানের সেনা শাসক ও বিক্ষোভকারীদের নেতারা পূর্ণ বেসামরিক প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য তিন বছর মেয়াদী একটি অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে একমত হয়েছেন। যদিও একটি নতুন স্বার্বভৌম পরিষদ গঠনের ব্যাপারে কোন সিদ্ধান্তে পৌঁছুতে পারেনি দুপক্ষ।
দেশটির সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বশিরের ৩০ বছরের শাসনের অবসানের পর বিক্ষোভকারীরা একটি বেসামরিক নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের দাবি জানিয়ে বিক্ষোভ করছে। তবে বশিরকে উচ্ছেদকারী সেনা কর্মকর্তারা ক্ষমতা আঁকড়ে আছেন। পরে চলতি মাসের শুরুর দিকে দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট