চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

মোদি ঠেকাতে রাহুলকে মেনে নেবে তৃণমূল

১৬ মে, ২০১৯ | ২:০৪ পূর্বাহ্ণ

ভারতে প্রধানমন্ত্রী পদে পরিবর্তন দেখতে চায় তৃণমূল। আর সেটা নিশ্চিত করতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী পদে দেখতে আপত্তি নেই দলটির। নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে রাহুলকে মেনে নেবে পশ্চিমবঙ্গের শাসক শিবির। দলীয় সূত্র এই খবর দিয়েছে। কয়েকটি আঞ্চলিক দল জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে সক্রিয় হয়ে উঠেছে। তালিকায় মায়াবতীর বিএসপির পাশাপাশি মমতার তৃণমূলও রয়েছে। অনেকেই মনে করেন রাহুলের সঙ্গে মমতার সমস্যা থাকাতেই পশ্চিমবঙ্গে কংগ্রেস এবং তৃণমূলের জোট হয়নি। শেষমেশ বিরোধী দলগুলোর মধ্যে ঐক্য তৈরি হবে কিনা তা অনেকাংশেই নির্ভর করছে এই সমীকরণের ওপর। [ছবি : নরেন্দ্র মোদি, মমতা ব্যানার্জি ও রাহুল গান্ধী]

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট