চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ব্রিটিশ নির্বাচন পছন্দের প্রার্থীর জয়ে ট্রাম্পের নজর এবার বাণিজ্যে!

১৪ ডিসেম্বর, ২০১৯ | ৪:১০ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে বরিস জনসনের দল কনজারভেটিভ পার্টি। এ জয়ে বরিস জনসনকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল শুক্রবার এমন তথ্যই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

নিজের পছন্দের প্রার্থীর জয়ে এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, অসাধারণ এ জয়ে বরিস জনসনকে অভিনন্দন। এখন বেক্সিট (ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ) কার্যকর হলে ব্রিটেন ও যুক্তরাষ্ট্র স্বাধীনভাবে বাণিজ্য চুক্তি করতে পারবে। যেটি হবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে এ যাবৎকালে করা অন্যান্য চুক্তিগুলোর মধ্যে সবচেয়ে বৃহৎ, কার্যকর ও লাভজনক।
ওই টুইট বার্তায় জনসনকে জয় উদযাপন করার আহ্বানও জানান ট্রাম্প।
সর্বশেষ প্রাপ্ত ফল অনুযায়ী, ৬৫০টি আসনের মধ্যে ৬৪৭টি আসনের ভোট গণনা শেষ হয়েছে। এখন পর্যন্ত ৩৬২টি আসন পেয়ে নিরঙ্কুশভাবে বিজয়ী হয়েছে কনজারভেটিভ পার্টি। এককভাবে সরকার গঠন করতে কনজারভেটিভদের প্রয়োজন ছিল ৩২৬টি আসন।

শেয়ার করুন