চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সংস্কৃত ভাষা!

১৪ ডিসেম্বর, ২০১৯ | ৪:১০ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশের টানা চারবারের সাংসদ ও বিজেপি নেতা গনেশ সিং বৃহস্পতিবার দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের একটি শিক্ষা প্রতিষ্ঠানের করা গবেষণায় দেখা গেছে, সংস্কৃত ভাষায় প্রতিদিন কথা বললে তা স্নায়ুতন্ত্রের উন্নয়ন সাধন করে এবং ডায়াবেটিস ও কোলেস্টোরেল নিয়ন্ত্রণে রাখে। সংসদে সংস্কৃত বিশ্ববিদ্যালয় বিল নিয়ে হওয়া বিতর্কে অংশ নিয়ে গণেশ এসব বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি আরও দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার গবেষণায় দেখা গেছে, কম্পিউটারের প্রোগ্রামিং সংস্কৃত ভাষায় করলে সেটি আরও বেশি ত্রুটিহীন হবে। সংসদে দাঁড়িয়ে গনেশ সিং আরও জানিয়েছেন, কিছু ইসলামিক ভাষাসহ বিশ্বের ৯৭ ভাষাই এসেছে সংস্কৃত থেকে। প্রসঙ্গত, গনেশ সিং মধ্যপ্রদেশের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করার পর এলএলবিও করেছেন।

শেয়ার করুন