চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

স্নাতকের আগেই বিশ্ববিদ্যালয় ছাড়ছে বিস্ময় বালক!

১৩ ডিসেম্বর, ২০১৯ | ৩:৫৮ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : নয় বছরেই স্নাতক হয়ে বিশ্ব রেকর্ড গড়ছেন বিস্ময় বালক- সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে এমন খবরের শিরোনাম হন বেলজিয়ামের লরাঁ সিমোঁস। তবে তাকে সেই ডিগ্রি অর্জনের আগেই বিশ্ববিদ্যালয়ই ছাড়তে হচ্ছে।

স্নাতক পরীক্ষার তারিখ নিয়ে মতপার্থক্যের জেরে নেদারল্যান্ডসের আইন্ডহোফেন ইউনিভার্সিটি অব টেকনোলজি ছাড়তে বাধ্য হচ্ছেন লরাঁ। কারণ, স্নাতক শেষ করতে লরাঁর এখনো যতগুলো পরীক্ষা বাকি তা ডিসেম্বরের মধ্যে শেষ করা সম্ভব নয় বলে মত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।

নয় বছরের লরাঁ গত মাসেই আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদের শিরোনাম হয়েছিলেন। বলা হয়েছিল, আগামী ২৬ ডিসেম্বর দশম জন্মদিনের আগেই এই বালক আইন্ডহোফেন ইউনির্ভাসিটির তড়িৎ প্রকৌশল বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করতে যাচ্ছেন। সেটা হলে তিনি হতেন বিশ্বের সর্বকনিষ্ঠ স্নাতক ডিগ্রিধারী।

শেয়ার করুন