চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

হেগে মিয়ানমারের পক্ষে সাফাই দিচ্ছে সু চি

আন্তর্জাতিক ডেস্ক

১১ ডিসেম্বর, ২০১৯ | ৩:৪৮ অপরাহ্ণ

রোহিঙ্গা গণহত্যার অভিযোগে নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ বুধবার দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হওয়া শুনানিতে শুরুতে বক্তব্য দিচ্ছেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর ও এজেন্ট অং সান সু চি।

সু চি তার বক্তব্যে বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার অভিযোগে মামলাটি অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর। 

সু চি তাঁর বক্তব্যের শুরুতে আন্তর্জাতিক আইন ও সনদসমূহের বাধ্যবাধকতা মেনে চলতে আদালত সহায়তা করবে বলে আশা প্রকাশ করেছেন। তিনি বলেন, গণহত্যা সনদের বিধান রুয়ান্ডা এবং সাবেক ইয়োগোশ্লাভিয়ায় প্রয়োগ করা হয়নি। গাম্বিয়া বিভ্রান্তিকর তথ্য দাবি করেছে।

আরাকান আর্মির সংঘর্ষের কারণে রাখাইনে অভ্যন্তরীণ দ্বন্দ্ব শুরু হয়। ২০১৬ সালে ক্রমাগত আক্রমণ চালায় আরসা। ২০১৭ সালের আগস্টে আরসা একটি সামরিক চৌকি ধ্বংস করে ও ৩০ জন পুলিশকে হত্যা করে। এভাবে তারা ১২টি হত্যাযজ্ঞ চালায়। এরপর মিয়ানমার সেনাবাহিনী সশস্ত্র হামলা চালায়। মিয়ানমারের ক্লিয়ারেন্স অপারেশনকে ভুলভাবে ব্যাখ্যা করেছে গাম্বিয়া।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন