চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বাংলাদেশের প্রতিনিধি দল রোহিঙ্গা গণহত্যার শুনানিতে যাচ্ছে

অনলাইন ডেস্ক

৮ ডিসেম্বর, ২০১৯ | ৭:০১ অপরাহ্ণ

আন্তর্জাতিক অপরাধ আদালতে রাখাইনে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার শুনানি শুরু হবে মঙ্গলবার (১০ ডিসেম্বর) ।

এ শুনানি পর্যবেক্ষণে বাংলাদেশ থেকে ২০ জনের একটি প্রতিনিধি দল নেদারল্যান্ডসের হেগে যাচ্ছে।

প্রতিনিধি দলটিতে সরকারি কর্মকর্তা ছাড়াও থাকবেন নাগরিক সমাজের প্রতিনিধি ও কক্সবাজারে আশ্রয় নেওয়া তিনজন রোহিঙ্গা নারী ও পুরুষ।

প্রতিনিধি দলটি আজ রবিবার ও আগামীকাল সোমবার দুই ভাগে নেদারল্যান্ডসের উদ্দেশে ঢাকা ছাড়াবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে। দলটির নেতৃত্বে থাকবেন পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক। শুনানি পর্যবেক্ষণ করতেই সেখানে উপস্থিত থাকবেন তারা।

আইসিজের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, নেদারল্যান্ডসের পিস প্যালেসে অবস্থিত আইসিজেতে আগামী মঙ্গলবার গাম্বিয়ার বক্তব্যের মধ্য দিয়ে রোহিঙ্গা গণহত্যার মামলার শুনানি শুরু হবে। ১১ ডিসেম্বর বক্তব্য উপস্থাপন করবে মিয়ানমার। এরপর ১২ ডিসেম্বর সকালে গাম্বিয়া পাল্টা যুক্তি দেবে মিয়ানমারের বিপক্ষে। আর দুপুরে মিয়ানমার গাম্বিয়ার জবাব দেবে। আইসিজেতে মিয়ানমারের পক্ষে বক্তব্য দেবেন দেশটির স্টেট কাউন্সেলর অং সান সু চি। সব মিলিয়ে শুনানি চলবে তিন দিন।

পূর্বকোণ/টিএফ

শেয়ার করুন