চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

এক কোটি টাকার কলা!

৮ ডিসেম্বর, ২০১৯ | ৪:৩৬ পূর্বাহ্ণ

অবিশ^াস্য হলেও সত্য- যুক্তরাষ্ট্রের একটি প্রদর্শনীতে ১ কোটি টাকারও বেশি দামে (এক লাখ ২০ হাজার ডলার) বিক্রি হয়েছে টেপ লাগানো একটি কলার শিল্পকর্ম।
গত সপ্তাহে দেশটির মিয়ামি বিচে প্রদর্শনীটির আয়োজন করে প্যারিসভিত্তিক আর্ট গ্যালারি পেরোতন। আর সেই প্রদর্শনীতেই ইতালীর শিল্পী মৌরিজিও ক্যাটেলানের করা এই কলার শিল্পকর্মটি বিক্রি হয়।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, প্রদর্শনীতে মৌরিজিওর এই শিল্পকর্মটির তিনটি সংস্করণ প্রদর্শন করা হয়। যার দুইটি ইতোমধ্যে বিপুল দামে বিক্রি হয়ে গেছে। শেষ সংস্করণটিও অতি দ্রুত বিক্রি হবে বলে আশা করা হচ্ছে। তবে এটির দাম আগের দুইটির তুলনায় বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।

গ্যালারিটির প্রতিষ্ঠাতা ইমানুয়েল পেরোতন জানান, ক্যাটেলান মিয়ামির একটি মুদি দোকান থেকে তিনটি কলা কেনেন। তারপর সেগুলোকে টেপ দিয়ে বোর্ডে লাগিয়ে শিল্পকর্মগুলো তৈরি করেন। বিশ্ব বাণিজ্যের একটি প্রতীক হলো কলা। এছাড়াও এর আরো একটি অর্থ আছে। বিদ্রুপ ও ব্যঙ্গ করার জন্যও এটি একটি ক্লাসিক উপকরণ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট