চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মালয়েশিয়া আবারও আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে সমকামিতার অভিযোগ

৮ ডিসেম্বর, ২০১৯ | ৪:৩৬ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : মালয়েশিয়ার ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে আবারও সমকামিতার অভিযোগ উঠেছে। ৭২ বছর বয়সী এই রাজনৈতিক নেতার সহকারী তার বিরুদ্ধে সমকামিতা ও যৌন হয়রানির অভিযোগ এনেছেন। এ নিয়ে তৃতীয়বারের মতো তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠল। এর আগে ১৯৯৮ সালে প্রথমবারের মতো তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ওঠে।

মুহাম্মদ ইউসুফ রাওথার নামের সাবেক এক গবেষক আনোয়ারের ব্যক্তিগত কার্যালয়ের কর্মরত ছিলেন। বুধবার তিনি এই নেতার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ সামনে আনেন। তিনি অভিযোগ করেছেন যে, সাবেক উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার কাছ থেকে যৌন সুবিধা পেতে চেয়েছিলেন।

এমনকি কুয়ালালামপুরের বাসায় আনোয়ার ইব্রাহিম তাকে যৌন হয়রানির চেষ্টা চালান। প্রায় এক বছরেরও বেশি সময় আগে এ ঘটনা ঘটে। এতদিন পর এ ঘটনা প্রকাশ্যে এলো। মুহাম্মদ ইউসুফ এতদিন পর কেন এ প্রতিবেদন প্রকাশ করলেন তা নিয়ে জল্পনা কল্পনা চলছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট