চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

এক নারীর জন্য ৭০ সেনা

৮ ডিসেম্বর, ২০১৯ | ৪:৩৬ পূর্বাহ্ণ

২য় বিশ্বযুদ্ধের সময় জাপানের রাজকীয় সেনাবাহিনী ৭০ সেনার জন্য দক্ষিণ কোরিয়ার একজন ‘বিনোদন নারী’ সরবরাহ করতে বলেছিল। যুদ্ধকালীন সরকারের নথির বরাত দিয়ে জাপানের বার্তা সংস্থা কিওডো শুক্রবার এ তথ্য জানিয়েছে। ‘বিনোদন নারী’ বা কমফোর্ট ওমেন বলতে সেসব নারীদের বোঝানো হয় যাদেরকে দেহব্যবসার জন্য জাপানি সেনাবাহিনীর পতিতালয়ে থাকতে বাধ্য করা হতো। এসব নারীর অধিকাংশই ছিলো দ. কোরিয়ার। চীনের শ্যানডং প্রদেশে কুইংডোতে তৎকালীন কনসাল জেনারেল দপ্তরে ঐ চিঠি পাঠিয়েছিল টোকিওর পররাষ্ট্র মন্ত্রণালয়। কনসাল জেনারেল আরেকটি চিঠিতে জানিয়েছেন, যেহেতু জাপানি বাহিনী এগিয়ে যাচ্ছে তাই তাদের জন্য অন্তত ৫০০ ‘বিনোদন নারী’ এখানে পাঠাতে হবে। ১৯৯৩ সালে তৎকালীন মন্ত্রিসভার মুখ্যসচিব ইয়োহি কোনো জানিয়েছিলেন, নারীদের এমন কাজ করতে বাধ্য করার পেছনে জাপান সরকারের সংশ্লিষ্টতা ছিল। [প্রতীকী ছবি]

শেয়ার করুন