চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সৌদি বাদশাহ ফ্লোরিডা-হামলা ‘বর্বরোচিত’

৮ ডিসেম্বর, ২০১৯ | ৪:৩৬ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দেশটির সামরিক বাহিনীর ঘাঁটিতে সৌদি আরবের বিমানবাহিনীর এক কর্মকর্তার গুলিতে অন্তত তিনজনের প্রাণহানি ঘটেছে। শুক্রবারের এ ঘটনায় সৌদি ওই নাগরিকও গুলিতে প্রাণ হারিয়েছেন। মার্কিন নৌঘাঁটিতে এই হামলার ঘটনাকে ‘বর্বরোচিত’ বলে নিন্দা জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় বলেছেন, ‘আন্তরিক সমবেদনা’ জানানোর জন্য সৌদি বাদশাহ তাকে টেলিফোন করেছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, শুক্রবার ফ্লোরিডার পেনসাকোলা সামরিক ঘাঁটিতে সৌদি আরবের বিমানবাহিনীর এক কর্মকর্তা গুলি চালিয়ে তিনজনকে হত্যা ও আরও ৮ জনকে আহত করেছেন। ওই কর্মকর্তা সামরিক প্রশিক্ষণ নিতে যুক্তরাষ্ট্রে ছিলেন।

মার্কিন গণমাধ্যমে হামলাকারী ওই ব্যক্তির নাম মোহাম্মদ সায়িদ আলশামরানি বলে উল্লেখ করা হয়েছে। দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট