চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

উপকূলে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার মোতায়েন চীনের

১৫ মে, ২০১৯ | ১:১৬ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : নৌবাহিনীর শক্তি ক্রমশ বৃদ্ধি করছে বিশ্বের অন্যতম পরাশক্তিধর দেশ চীন। ইতিমধ্যে উপকূলে দুটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার মোতায়েন করেছে দেশটি। এ নিয়ে উপকূলে তাদের মোতায়েনকৃত রণতরীর সংখ্যা দাঁড়িয়েছে ২০টিতে।
সোমবার চীনের স্টেট মিডিয়ায় প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে, জিরো ফিফটি টু ডি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার উপকূলীয় বন্দর শহর ডালিয়ানে মোতায়েন করেছে বেইজিং। গত শুক্রবার এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে জানা গিয়েছিল, নতুন ধরনের গাইডেড মিসাইল তৈরির প্রচেষ্টা চালাচ্ছে চীন। নতুন এই যুদ্ধজাহাজে থাকবে দুটি ৩২ ইউনিট ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম। চীনের এই গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ১৬০ মিটার লম্বা ও ১৮ মিটার চওড়া। এই ধরনের মিসাইল ডেস্ট্রয়ার আরও ৫-৬টি মোতায়েনের পরিকল্পনা রয়েছে চীনের।
উল্লেখ্য, এপ্রিল মাসেই চীনা নৌবাহিনী ৭০ তম বার্ষিকী পালন করে। কুইংডাওয়ের এই অনুষ্ঠানে ভারতের তরফে যোগ দেয় আইএনএস কলকাতা ও আইএনএস শক্তি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট