চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

যুক্তরাষ্ট্র উবারে মাসে গড়ে ২০টি ধর্ষণ অভিযোগ

৭ ডিসেম্বর, ২০১৯ | ৪:৫০ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : ২০১৮ সালে রাইড শেয়ারিং সেবার সময় মার্কিন যুক্তরাষ্ট্রে তিন হাজারের বেশি যৌন হয়রানির অভিযোগ পেয়েছে উবার। গত বৃহস্পতিবার মার্কিন নিরাপত্তা প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠানটি।

কয়েক বছর ধরেই ব্যক্তিগত নিরাপত্তার বিষয় নিয়ে সমালোচনার মধ্যে রয়েছে উবার এবং লিফটের মতো প্রতিষ্ঠানগুলো। সাম্প্রতিক বছরগুলোতে উবারের রাইডার এবং চালকের পক্ষ থেকে যৌন হয়রানির মামলার সংখ্যাও বাড়তে দেখা গেছে ‘খবর সিএনবিসি’র।

২০১৮ সালে যুক্তরাষ্ট্রে রাইড চলাকালীন ২৩৫টি ধর্ষণের অভিযোগ পেয়েছে উবার। সে হিসাবে প্রতি মাসে দেশটিতে গড়ে ২০টি ধর্ষণের অভিযোগ পেয়েছে প্রতিষ্ঠানটি। ২০১৭ সালে ধর্ষণের অভিযোগ ছিলো ২২৯টি। উবারের প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, ঝুঁকির মধ্যে রয়েছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠানটির চালক এবং যাত্রী উভয়েই।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট