চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ছোট হয়ে আসছে চাঁদ!

আন্তর্জাতিক ডেস্ক

১৪ মে, ২০১৯ | ১০:৩৩ অপরাহ্ণ

“আয়, আয় চাঁদমামা, টিপ দিয়ে যা…” এই গানটি ছোটবেলায় শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। ছোটবেলার সেই চাঁদমামার আকার ছোট হয়ে আসছে বলে দাবি করলেন বিজ্ঞানীরা। নাসার লুনার রিকনেসা অরবিটার থেকে পাওয়া ছবি দেখে বিজ্ঞানীরা দাবি করেন, ধীরে ধীরে সংকুচিত হয়ে যাচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহটি।
বিজ্ঞানীরা জানান, ১২ হাজারেরও বেশি ছবি পর্যালোচনা করে দেখা যায়, ক্রমেই চাঁদের গায়ে বলিরেখা বাড়ছে। ভূমিকম্পও হচ্ছে অনেক। উত্তর মেরুর কাছে লুনার বেসিন মারে ফ্রেগরিসে ফাটল দেখা গেছে।
চাঁদের পৃথিবীর মতো টেকটোনিক প্লেট নেই । ফলে সাড়ে ৪০০ কোটি বছর আগে সৃষ্টির পর থেকেই ক্রমাগত তাপ হারাচ্ছে চাঁদ। মূলত ঠাণ্ডা হয়ে যাওয়ার কারণেই সংকুচিত হতে শুরু করেছে এই উপগ্রহ।
জোতির্বিদদের দাবি চাঁদের পৃষ্ঠ ভঙ্গুর হওয়ায় যে স্থানেই টান পড়ছে সেই স্থানই ভেঙে গিয়েছে। এভাবে ভাঙতে ভাঙতে আগের তুলনায় আকারে চাঁদ অনেকটাই ছোট হয়ে গিয়েছে। জোতির্বিদরা বলছেন, বিগত কয়েক হাজার বছরে চাঁদ অন্তত ১৫০ ফিট ছোট হয়ে গেছে।
সম্প্রতি এই গবেষণা প্রকাশিত হয়েছে ন্যাচার জিওসায়েন্স সাময়িকীতে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট