চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বাড়ি যাওয়ার জন্য মিলল না ছুটি, সহকর্মীদের লক্ষ্য করে গুলিবর্ষণ !

অনলাইন ডেস্ক

৪ ডিসেম্বর, ২০১৯ | ২:১৭ অপরাহ্ণ

নিজেদের মধ্যে গোলাগুলিতে ভারতের আধা-সামরিক বাহিনী ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) ছয় সদস্য নিহত হয়েছেন। আজ বুধবার (৪ ডিসেম্বর) ভারতের ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার ভারত-তিব্বত সীমান্ত এলাকায় কাদেনার ক্যাম্পে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দু’জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কী কারণে ওই জওয়ান সহকর্মীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেছেন তা এখনো পরিষ্কার নয়। তবে ধারণা করা হচ্ছে, বাড়িতে যাওয়ার জন্য ছুটি না পাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও আনন্দ বাজার পত্রিকা জানায়, কোনো বিষয় নিয়ে বাকবিতণ্ডার জেরে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের রহমান খান নামে এক জওয়ান তার সার্ভিস রাইফেল দিয়ে সহকর্মীদের ওপর গুলি চালালে পাঁচ জওয়ান নিহত হন। পরে তিনি নিজেও আত্মহত্যা করেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছত্তিশগড়ের পুলিশ মহাপরিদর্শক ডিএম আয়াস্থি বলেন, ‘যে জওয়ান তার পাঁচ সহকর্মীকে গুলি করে হত্যা করেছেন, তিনি নিজেও নিজের রাইফেলের গুলিতে নিহত হয়েছেন। আহতদের আকাশ পথে দ্রুত রায়পুর হাসপাতালে নেয়া হয়েছে।’

 

 

 

পূর্বকোণ/এম

 

 

 

 

শেয়ার করুন