চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

কাশ্মীরে তুষারধসে নিহত ভারতীয় সেনা, নিখোঁজ ৩

আন্তর্জাতিক ডেস্ক

৪ ডিসেম্বর, ২০১৯ | ১:৪৫ অপরাহ্ণ

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কুপওয়ারায় তুষার ধসে একজন সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও তিনজন ভারতীয় সেনা।

মঙ্গলবার রাতে কাশ্মীরের কুপওয়ারার তংধরে একটি সেনা শিবিরে তুষার ধসের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন সেনা সদস্য বরফের নিচে চাপা পড়েন। ঘটনার পরই তল্লাশি শুরু করে উদ্ধারকারী দল। পরে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন তিন সেনা সদস্য। খবর জিনিউজের।

এদিকে বুধবার সকালে কাশ্মীরের বান্দিপোরা জেলার গুরেজ সেক্টরেও তুষার ধসের ঘটনা ঘটেছে। আশঙ্কা করা হচ্ছে, এই তুষার ধসেও বেশ কয়েকজন সেনা সদস্য বরফের নিচে চাপা পড়েছেন।

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর দক্ষিণ সিয়াচেনে টহলরত জওয়ানরাও তুষার ধসের কবলে পড়েন। ওই ধসে চাপা পড়ে মৃত্যু হয় ২ সেনার। ১৮ হাজার ফুট উচ্চতায় সিয়াচেনের ওই জায়গায় তুষার ধসে আহত হন আরও কয়েকজন সেনা সদস্য। এর আগে গত ১৯ নভেম্বর সিয়াচেনেই ভারতীয় সেনাদের একটি টহল দল তুষার ধসের কবলে পড়লে ৪ জনের মৃত্যু হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন