চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

বিজয়ের মাসে আরেকটি জয়

লন্ডনের দ্বিতীয় ভাষা ‘বাংলা’

অনলাইন ডেস্ক

৪ ডিসেম্বর, ২০১৯ | ১২:১৯ অপরাহ্ণ

যুক্তরাজ্যের লন্ডনে দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ভাষা হিসেবে স্বীকৃতি পেল ‘বাংলা’। লন্ডনে ইংরেজির পরই সবচেয়ে বেশি বলা হয় বাংলা ভাষা। অর্থাৎ বেশি কথিত ভাষা হিসেবে বাংলা দ্বিতীয় স্থানে রয়েছে। এরপরে রয়েছে পোলিশ এবং তুর্কি ভাষা। ‘‌সিটি লিট’‌ নামক একটি সংস্থা সমীক্ষা করে এ তথ্য প্রকাশ করেছে। সমীক্ষায় বলা হয়; বাংলা, পোলিশ ও তুর্কির মধ্যে যে কোনো একটি ভাষায় কথা বলেন লন্ডনের এক লাখ ৬৫ হাজার ৩১১ জন বাসিন্দা।

জানা গেছে, বাংলাদেশ ও ভারত মিলিয়ে লন্ডনে বসবাসকারী ৭১ হাজার ৬০৯ জন বাসিন্দা প্রধানত বাংলা ভাষায় কথা বলেন। অন্যদিকে ব্রিটিশদের মধ্যে মাত্র তিন শতাংশ মানুষ স্বচ্ছন্দে বাংলা বলতে পারেন। লন্ডনের সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরা এবং উদযাপন করা, পাশাপাশি বাসিন্দাদের একে-অপরের সঙ্গে যোগাযোগে উত্সাহিত করতে এ সমীক্ষা করা হয়।

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট