চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে বোমা বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

৩ ডিসেম্বর, ২০১৯ | ১:৩৩ অপরাহ্ণ

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কেন্দ্রস্থলে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ন্যাশনাল মনুমেন্ট পার্কে বোমা বিস্ফোরণের ঘটনায় দুই সেনা সদস্য আহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৭টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর দ্য সিডনি মর্নিং হেরাল্ডের।

বিস্ফোরণের সময় প্রেসিডেন্ট জোকো উয়িদোদো প্রাসাদে ছিলেন না বলে জানিয়েছেন প্রেসিডেন্টের মুখপাত্র।

সাম্প্রদায়িক কোনো হামলার জেরে বিস্ফোরণটি ঘটেছে কি না, তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম অধ্যুষিত দেশটি গত কয়েক বছর ধরে জঙ্গি সমস্যার মোকাবিলা করছে।

জাকার্তার পুলিশ প্রধান গাতোত এড্ডি প্রামোনো টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, পার্কে যে বিস্ফোরণটি ঘটেছে সেটি একটি স্মোক গ্রেনেড ছিল বলে সন্দেহ করা হচ্ছে এবং আহত দুই সামরিক কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জাকার্তা পুলিশের শীর্ষ কর্মকর্তারা জানান, বিস্ফোরণে ব্যবহৃত বোমাটি একটি স্মোক গ্রেনেড ছিল বলে সন্দেহ করা হচ্ছে।

জাকার্তার পুলিশ প্রধান গাটোট এড্ডি প্রামোনো এক সংবাদ সম্মেলনে জানান, পার্কে যে বিস্ফোরণটি ঘটেছে সেটি একটি স্মোক গ্রেনেড ছিল বলে সন্দেহ করা হচ্ছে এবং আহত দুই সামরিক কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ওই দুই কর্মকর্তা পার্কে ব্যায়াম করার সময় বিস্ফোরণটি ঘটে বলে জানিয়েছেন জাকার্তার সামরিক প্রধান একো মার্গিয়োনো। 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট