চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

অ্যামনেস্টির প্রতিবেদন ফেসবুক-গুগলের তথ্য সংগ্রহ প্রক্রিয়া মানবাধিকারের জন্য হুমকি

২২ নভেম্বর, ২০১৯ | ১:১৪ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : জনপ্রিয় সামাজিক যোগাযোগ-মাধ্যম ফেসবুক ও গুগলের মতো বিশ্বখ্যাত টেক প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করার ব্যবসায়িক প্রক্রিয়াটি মানবাধিকারের জন্য হুমকি বলে দাবি করেছে যুক্তরাজ্য-ভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি বলেছে, বিনামূল্যে গ্রাহকদের অ্যাকাউন্ট খোলার সুবিধা দিয়ে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করার পর তাদের লক্ষ্য করে বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে আয় মতপ্রকাশের স্বাধীনতা পরিপন্থী। ফরাসি বার্তা এএফপি’র এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে। অ্যামনেস্টির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুক ও গুগল গ্রাহকদের যে সেবা দেয় সেটির বাস্তবিক তাৎপর্য থাকলেও এ জন্য ‘প্রক্রিয়াগত’ মূল্য দিতে হয় ব্যবহারকারীদের। প্রতিষ্ঠান দুটির নজরদারিভিত্তিক ব্যবসায়িক প্রক্রিয়া মানুষকে একটি ফশিয়ান (ঋধঁংঃরধহ) পরিস্থিতিতে ফেলে। এতে করে তারা সম্ভাব্য মানবাধিকার লঙ্ঘনকারীদের হাতে তাদের তথ্য তুলে দিয়ে অনলাইনে মানবাধিকার পায়। লন্ডন-ভিত্তিক সংস্থাটির মতে, বিশ্বব্যাপী নজরদারির কারণে গুগল ও ফেসবুক এত বিশাল সংখ্যক তথ্য সংগ্রহ করেছে যা গ্রাহকদের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে। তাদের ব্যবসায়িক মডেল ব্যক্তিগত গোপনীয়তার নীতির জন্য হুমকি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট