চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

তাপমাত্রা শূন্যের নিচে তুষারপাতে বিপর্যস্ত কয়েকটি দেশ

২১ নভেম্বর, ২০১৯ | ২:৪৮ পূর্বাহ্ণ

তাপমাত্রা শূন্যের নিচে নেমে যাওয়ায় ব্যাপক তুষারপাত হয়েছে বিশ্বের কয়েকটি দেশে। যার ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশগুলোর জনজীবন। এর মধ্যে, ভারী তুষারপাত ও ঝড়ো হাওয়ার কারণে চীনের হেইলংজিয়াং প্রদেশে দুর্যোগ সতর্কতা জারি করা হয়েছে। তুষারধসের আশঙ্কায় অস্ট্রিয়ার কিছু অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। একই দিন রাশিয়ারও কয়েকটি অঞ্চলের তাপমাত্রা শূন্যের অনেক নিচে থাকায় তীব্র তুষারপাত হয়।

শুভ্র তুষারে ঢেকে আছে পথঘাট। তার সঙ্গে ঝড়ো হাওয়ায় আরও বেড়েছে জনদুর্ভোগ। মঙ্গলবার চীনের হেইলংজিয়াং প্রদেশের প্রায় সব ক’টি এলাকার রাস্তায় ৩০ মিলিমিটার পর্যন্ত বরফ জমে (ছবি)।

শেয়ার করুন