চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

পাক-ইরান অভিন্ন সীমান্তে বেড়া দিচ্ছে পাকিস্তান

১৩ মে, ২০১৯ | ১:৪৪ পূর্বাহ্ণ

পাক-ইরান অভিন্ন সীমান্তে বেড়া দেয়ার কাজ শুরু করা হয়েছে। ৯৫০ কিলোমিটার সীমান্তে নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে এ বেড়া দেয়ার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তান সীমান্তরক্ষী দলের কমান্ডার মোয়াজ্জাম জান আনসারি। পাক সংসদের উচ্চকক্ষকে এ তথ্য জানিয়েছেন তিনি। তিনি বলেন, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ এবং ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশ সংলগ্ন অভিন্ন সীমান্তে বেড়া দেয়ার প্রকল্প তিন থেকে চার বছরের মধ্যে শেষ হবে। পাশাপাশি তিনি আরও জানান, ইরান সীমান্ত সংলগ্ন বেলুচিস্তানে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সম্প্রতি সামরিক অভিযান চালিয়েছে। এ অভিযানে অন্তত ১৫ সন্ত্রাসী নিহত হয়েছে বলেও জানান তিনি। পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীদের ইরানি সীমান্তরক্ষীদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনাকে কেন্দ্র করে অভিন্ন সীমান্তে নিরাপত্তা জোরদারের পদক্ষেপ নিয়েছে পাক-ইরান নিরাপত্তা বাহিনী।

শেয়ার করুন