চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ভারতের সীমান্ত পাহারা দেবে স্যাটেলাইট

২০ নভেম্বর, ২০১৯ | ১:৪২ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : সীমান্ত পাহারা দিতে স্যাটেলাইটের সাহায্য নেবে ভারত। দেশটির মহাকশ গবেষণা সংস্থা ইসরো এমন স্যাটেলাইট নিয়ে কাজ করছে। চলতি মাস ও আগামী মাসে এমন তিনটি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে ইসরো। এই স্যাটেলাইটগুলোর মধ্যে অন্যতম হলো কার্টোস্যাট-থ্রি। ২৫ নভেম্বর এটি মহাকাশে পাঠাবে ইসরো।

কার্টোস্যাট স্যাটেলাইটটি কার্টোগ্রাফি বা মানচিত্রনির্মানকারী স্যাটেলাইট। এই স্যাটেলাইটটি রিস্যাট সিরিজ স্যাটেলাইটের অন্তর্গত। এই রিস্যাটের সাহায্যেই ভারত বালাকোটে হামলা চালিয়ে জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে সমর্থ হয়েছিল। কার্টেস্যাট-থ্রি এই সিরিজের থার্ড জেনারেশন স্যাটেলাইট। এটির উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা হাই রেজলিউশনের ছবি তুলতে সক্ষম। মাত্র ২৫ সেন্টিমিটারের জিনিসকেও আলাদাভাবে বোঝাতে সক্ষম এই স্যাটেলাইটের ক্যামেরা। এই ক্যামেরার সাহায্যেই ভারতীয় সেনা সীমান্তে নজর রাখবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট