চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মালিতে হামলায় নিহত ২৪ সেনা

আন্তর্জাতিক ডেস্ক

১৯ নভেম্বর, ২০১৯ | ১:০৩ অপরাহ্ণ

মালির উত্তরাঞ্চলে নাইজার সীমান্তে সেনাবাহিনীর একটি টহল দলের ওপর হামলায় অন্তত ২৪ সেনা নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও ২৯ জন।

সোমবার দেশটির গাও অঞ্চলের তাবানকোর্ট সীমান্তের কাছে জঙ্গিদের বিরুদ্ধে মালি ও নাইজারের সেনাদের যৌথ অভিযানের সময় হামলার ঘটনা ঘটে। খবর রয়টার্সের।  

সেনাবাহিনীর মুখপাত্র দিয়ারান কোনে বলেন, হামলায় মালির সেনাবাহিনীর ২৪ সেনা নিহত ও ২৯ জন আহত হন। 

হামলায় জঙ্গিদের ১৭ জন নিহত ও ১০০ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

আক্রমণকারীদের নাম বা তারা কোন গোষ্ঠীর সদস্য তা জানা যায়নি।

এর আগে, চলতি মাসের প্রথমদিকে হামলায় মালি সেনাবাহিনীর ৫৪ জন সেনা নিহত হন। এর আগে ৬ নভেম্বর বুরকিনা ফাসোতে কানাডীয় সোনার খনি কোম্পানি সেমাফোর কর্মীদের নিয়ে যাওয়ার সময় তাদের গাড়িবহরে চালানো হামলায় ৩৯ জন বেসামরিক নিহত হন।

সাম্প্রতিক মাসগুলোতে মালির সেনাবাহিনী বেশ কিছু সেনা চৌকি পরিত্যক্ত অবস্থায় ছেড়ে আসতে বাধ্য হয়েছে।

জাতিসংঘের তথ্যানুযায়ী, জানুয়ারি থেকে মালি ও বুরকিনা ফাসোজুড়ে সহিংসতায় দেড় হাজারেরও বেশি বেসামরিক নিহত হয়েছেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন