চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

জাপানে মার্কিন সেনাদের পারিতোষিক বাড়াতে ট্রাম্পের আহবান

১৮ নভেম্বর, ২০১৯ | ২:০১ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : জাপানে অবস্থানরত মার্কিন সেনাদের বার্ষিক পারিতোষিক চার গুণ করতে টোকিওর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানকার মার্কিন সেনাদের পারিতোষিক ৮০০ কোটি ডলার করতে আহ্বান জানান তিনি, যা জাপান সরকারের ওপর চাপ তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্স।

প্রসঙ্গত, জুলাইয়ে ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের জাপান সফরকালে দেশটির সরকারি কর্মকর্তাদের এ আহ্বান জানান তিনি। ওই সফরে অনেকের মধ্যে বোল্টনের সঙ্গী ছিলেন এশিয়া অঞ্চলের মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদের তত্কালীন পরিচালক ম্যাত পতিনগার। মার্কিন গ্লোবাল অ্যাফেয়ার্স ম্যাগাজিন নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক মার্কিন সরকারি কর্মকর্তাদের দোহাই দিয়ে এ প্রতিবেদন করেছিল।
তবে ওই ম্যাগাজিনের প্রতিবেদনটি সঠিক নয় বলে মন্তব্য করেছেন জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র। এছাড়া মার্কিন সেনাদের জাপানে অবস্থান বাড়াতে নতুন কোনো চুক্তির কথাও সঠিক নয় বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, বর্তমানে জাপানে ৫৪ হাজার মার্কিন সেনা রয়েছে। তাদের থাকার মেয়াদ শেষ হবে ২০২১ সালের মার্চে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট