চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ইরান বিক্ষোভ : যুক্তরাষ্ট্রের সমর্থন পেট্রলের মূল্যবৃদ্ধির পক্ষে খামেনি

১৮ নভেম্বর, ২০১৯ | ২:০১ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া ইরানের সরকারবিরোধী বিক্ষোভের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তার ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এই সমর্থন ঘোষণা করেন।

১৫ নভেম্বর ইরানি কর্তৃপক্ষ সরকারি রেশনে দেওয়া পেট্রোলের দাম ৫০ শতাংশ বাড়ানোর ঘোষণা দিলে সেদিন থেকেই বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে তা সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়।

এদিকে দেশটির রাষ্ট্রায়ত্ত টিভির বরাতে সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী রোববার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সরকারি সিদ্ধান্তে তার সমর্থনের কথা জানিয়ে বলেছেন, দেশে ও দেশের বাইরে ইরানের যেসব শত্রু ও বিরোধী রয়েছে তারাই চক্রান্ত করে এই অন্তর্ঘাতমূলক বিক্ষোভে উসকানি দিচ্ছেন।

তিনি বলেছেন, যারা বিক্ষোভের সময় সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ করেছে তারা ইরানের বিরোধী পক্ষের লোক। তারা ইরানের বিরুদ্ধে নিজেদের স্বার্থ হাসিলের জন্য এমন উসকানি দিচ্ছে।

শেয়ার করুন