চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

রোহিঙ্গা নিধনযজ্ঞ আন্তর্জাতিক আদালতের তদন্ত প্রত্যাখ্যান মিয়ানমারের

১৭ নভেম্বর, ২০১৯ | ২:৫৬ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানে সম্ভাব্য অপরাধের তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) অনুমোদনের পর তা প্রত্যাখ্যান করেছে দেশটি।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আইসিসির প্রসিকিউশনের আবেদনের পর বিচারকরা তদন্তের অনুমোদন দেন। শুক্রবার তা প্রত্যাখ্যান করে মিয়ানমার দাবি করেছে, আইসিসির তদন্তের সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন অনুযায়ী হয়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা’র এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

২০১৭ সালের আগস্টে রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর পূর্বপরিকল্পিত ও কাঠামোগত সহিংসতা জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা-ধর্ষণসহ বিভিন্ন ধারার সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে নতুন করে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গা জনগোষ্ঠীর ৭ লাখেরও বেশি মানুষ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট