চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ইউনেস্কোর সাধারণ সম্মেলনে ভারত ‘সন্ত্রাসের ডিএনএ রয়েছে পাকিস্তানে’

১৭ নভেম্বর, ২০১৯ | ২:৫৬ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : ‘সন্ত্রাসের গভীর ডিএনএ’ প্রোথিত আছে পাকিস্তানে- বিদেশের মাটিতে জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে এমনই প্রতিক্রিয়া জানাল ভারত। প্যারিসে ইউনেস্কোর সাধারণ সম্মেলনে ভারত আরো বলেছে, আর্থিক ভাবে কোণঠাসা দেশটি (পাকিস্তান) তার ‘খ্যাপাটে আচরণের’ (নিউরোটিক) জন্য পতনের দিকে এগিয়ে ক্রমশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হচ্ছে।

ইউনেস্কোর সম্মেলনে ভারতীয় প্রতিনিধিদের নেতৃত্বে থাকা অনন্যা আগরওয়াল বৃহস্পতিবার বলেছেন, ‘‘কট্টর মতাদর্শ থেকে শুরু করে মৌলবাদ এবং সন্ত্রাসে তার প্রকাশ, এ সব কিছুরই আঁতুড়ঘর পাকিস্তান।’’ এই সূত্রে অনন্যা বলেন, ‘‘এটা অত্যন্ত হতাশাজনক যে ইউনেস্কোর মতো মঞ্চের অপব্যবহার করে পাকিস্তান ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করছে।’’ কথা প্রসঙ্গে অনন্যা মনে করান, পাকিস্তান দুর্বল রাষ্ট্রের তালিকায় ১৪ নম্বর স্থানে ছিল গত বছর।

শেয়ার করুন