চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

এনসিপি-কংগ্রেস-শিবসেনা জোট সরকার গঠিত হবে মহারাষ্ট্রে : শারদ পাওয়ার

১৭ নভেম্বর, ২০১৯ | ২:৫৬ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : ভারতের মহারাষ্ট্রে এনসিপি-কংগ্রেস-শিবসেনা জোট সরকার গঠিত হবে এবং সেই সরকার নির্ধারিত পাঁচ বছর মেয়াদ পূর্ণ করবে বলে এনসিপি প্রধান শারদ পাওয়ার জানিয়েছেন।

তিনি শুক্রবার ওই মন্তব্য করেন। রাজ্যটিতে কোনও দলই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে অচলাবস্থার মধ্যে গত মঙ্গলবার সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। মহারাষ্ট্রে এতদিন বিজেপি-শিবসেনা জোট সরকার ক্ষমতাসীন ছিল।

কিন্তু সাম্প্রতিক নির্বাচনে ফল প্রকাশের মধ্যে মুখ্যমন্ত্রী পদ ও ক্ষমতার ভাগাভাগি নিয়ে দু’দলের মধ্যে দ্বন্দ্বের জেরে ওই জোট ভেঙে যায়। এরপরেই রাজ্যটিতে বিজেপিকে বাদ দিয়ে বিকল্প সরকার গঠন করার তোড়জোড় শুরু হয়। কংগ্রেসের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে পশ্চিমবঙ্গের সাবেক এমপি, কংগ্রেসের সিনিয়র নেতা ও কোলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সরদার আমজাদ আলী রেডিও তেহরানকে বলেন, ‘কংগ্রেস তো তাহলে বিজেপি’র সঙ্গেও যেতে পারে! কংগ্রেসে যদি বিজেপিকে রুখতে শিবসেনার সঙ্গে সরকার গঠন করে, তাহলে কংগ্রেস যেকোনো দলের সঙ্গে যেতে পারে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট