চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

পাখির ধাক্কায় বিধ্বস্ত যুদ্ধবিমান!

অনলাইন ডেস্ক

১৬ নভেম্বর, ২০১৯ | ১০:২৭ অপরাহ্ণ

ঝাঁকে ঝাঁকে পাখির ধাক্কায় ভারতীয় নৌবাহিনীর একটি মিগ-২৯কে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। আজ শনিবার (১৬ নভেম্বর) সকাল পৌনে ১২টায় গোয়ার ডাবোলিম থেকে নিয়মিত প্রশিক্ষণ মিশনের যাত্রা শুরু করার পরই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।

এ সময় বিমানের পাইলট ক্যাপ্টেন এম শিওখাঁদ এবং লে. কমান্ডার দীপক যাদব নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন এবং তাদের দু’জনকেই উদ্ধার করা হয়েছে।

ভারতীয় নৌবাহিনীর এক বিবৃতিতে জানান, আজ সকালে দুই পাইলটের মিগ বিমানটি গোয়ার আইএনএস হানসা বিমান ঘাঁটি থেকে যাত্রা শুরু করার পরপরই পাইলট দেখতে পান বাম ইঞ্জিন থেকে ধোঁয়া বেরিয়ে আসছে এবং ডান ইঞ্জিনে আগুন লেগেছে।

বিবৃতিতে আরও জানানো হয়, পাইলটদের বিচক্ষণতায় বিমানটিকে জনবহুল অঞ্চল থেকে দূরে নিয়ে গিয়ে খোলা জমিতে ভূপাতিত করে। ফলে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়নি।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এক টুইট বার্তায় জানান, এটি অত্যন্ত প্রশংসনীয় বিষয় যে তারা সময়মতো বিমান থেকে বের হয়ে আসতে পেরেছে এবং তারা দু’জনেই নিরাপদে রয়েছে। আমি তাদের সুস্বাস্থ্য জীবন কামনা করছি।

পূর্বকোণ-রাশেদ

শেয়ার করুন