১৬ নভেম্বর, ২০১৯ | ১:৫৪ পূর্বাহ্ণ
ইন্টারন্যাশনাল ডেস্ক : হংকংয়ে সরকারপন্থি ও সরকার বিরোধীদের সংঘর্ষের মধ্যে পড়ে মাথায় গুরুতর আঘাত পাওয়া এক ব্যক্তি চিকিৎসধীন অবস্থায় মারা গেছেন।
সীমান্তবর্তী শহর শেউং শুইয়ে গত বুধবার আহত ৭০ বছরের ওই ব্যক্তি বৃহস্পতিবার মারা যান বলে জানায় বিবিসি। পেশায় পরিচ্ছন্নতাকর্মী ওই ব্যক্তি দুপুরের খাবারের বিরতির সময় রাস্তায় নেমে সংঘর্ষের মধ্যে পড়েন। ‘বিক্ষভকারীদের ছোঁড়া শক্ত কোনো বস্তু তার মাথায় সরাসরি আঘাত হানলে’ তিনি গুরুতর আহত হন বলে জানায় পুলিশ। এ নিয়ে হংকংয়ে গত প্রায় পাঁচ মাস ধরে চলা সংঘর্ষে দুই জনের প্রাণ গেল।
The Post Viewed By: 154 People