চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

জিহাদ আন্দোলনের দাবি মেনে নিয়েছে ইসরাইল

১৫ নভেম্বর, ২০১৯ | ১২:৪০ পূর্বাহ্ণ

ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইল যুদ্ধবিরতি সংক্রান্ততাদের দাবি মেনে নেয়ায় গাজা উপত্যকা থেকে তারা ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করে দিয়েছে। ইহুদিবাদী ইসরাইল এবং জিহাদ আন্দোলনের মধ্যকার গত দু’দিনের সংঘর্ষ বন্ধের ব্যাপারে মিশর যে উদ্যোগ নিয়েছিল তাতে জিহাদ আন্দোলন তিনটি শর্ত দিয়েছিল। শর্তগুলো হলো- গাজা সীমান্তে ফিলিস্তিনিরা যে বিক্ষোভ-প্রতিবাদ করে আসছে তাতে ইসরাইল কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে না, সব ধরনের টার্গেট কিলিং বন্ধ এবং গাজা উপত্যকার উপরে তেল আবিব যে অবরোধ দিয়ে রেখেছে তা শিথিল করতে হবে।

শেয়ার করুন