চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মিশর গ্যাস লিকেজ অগ্নিকা-ে নিহত ৭

১৫ নভেম্বর, ২০১৯ | ১২:৪০ পূর্বাহ্ণ

মিশরের নাইল ডেল্টা অঞ্চলের একটি গ্রামে অগ্নিকা-ে অন্তত সাত জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার বিকালে পাইপলাইন থেকে গ্যাস চুরির চেষ্টার ঘণ্টা দুই পরে গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয় বলে মিশরের রাষ্ট্রীয় সংবাদপত্র আখবর আলিয়াওমের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ওই এলাকার একটি হাসপাতাল আহতদের দিয়ে ভরে গেছে এবং হতাহতের প্রকৃত সংখ্যা প্রকাশিত সংখ্যার চেয়ে অনেক বেশি হতে পারে বলে স্থানীয় এক বাসিন্দা রয়টার্সকে জানিয়েছেন।

সব জায়গায় গ্যাসের গন্ধ ছড়িয়ে আছে বলে জানিয়েছেন তিনি। পেট্রোলিয়াম পাইপলাইন্স কোম্পানির প্রধান আবদেল মোনেইম হাফেজ জানিয়েছেন, বুধবার বিকালে বিহেরা প্রদেশের এতিয়েল বারুদ এলাকায় পাইপলাইনে চুরির ঘটনাটি ঘটেছে। ‘দুর্ঘটনাবশত অজ্ঞাত কোনো উৎস থেকে লিক হওয়া গ্যাসে আগুন লেগে ছড়িয়ে পড়ে,’ তার উদ্ধৃতি দিয়ে তিনি এমনটি বলেছেন বলে মিশরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এমইএনএ জানিয়েছে।

শেয়ার করুন