চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

রাফায়েল ক্রয়ে দুর্নীতি

সুপ্রিম কোর্টে রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ, রাহুল গান্ধীকে সতর্ক

১৫ নভেম্বর, ২০১৯ | ১২:৪০ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : ফ্রান্স থেকে রাফায়েল যুদ্ধবিমান ক্রয়ে দুর্নীতির অভিযোগে রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে প্রধান বিরোধীদল কংগ্রেস নেতা ও দলটির সাবেক সভাপতি রাহুল গান্ধীকে সতর্ক করেছে আদালত। গতকাল সুপ্রিম কোর্টের ওই অবস্থানে বিরোধীরা কিছুটা ব্যাকফুটে চলে গেল বলে বিশ্লেষকরা মনে করছেন। কারণ, কংগ্রেসের নেতারা রাফায়েল ক্রয়ে বড়সড় দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছিলেন।

এদিকে, আজ কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এক সংবাদ সম্মেলনে বলেন, কংগ্রেস দেশকে বিভ্রান্ত করেছে, এক্ষেত্রে
তাদের উচিত দেশবাসীর
কাছে ক্ষমা চাওয়া।

তিনি বলেন, সুপ্রিম কোর্টকে এড়িয়ে যাওয়ার জন্য রাহুল গান্ধী ক্ষমা চেয়েছেন কিন্তু তিনি দেশের মানুষের সামনে কী করবেন? কবে তাদের কাছে ক্ষমা চাইবেন?

২০১৮ সালের ১৪ ডিসেম্বর রাফায়েল মামলায় ‘ক্লিনচিট’ দেওয়া হয় ভারতের কেন্দ্রীয় সরকারকে। সুপ্রিম কোর্ট সে সময় জানায় রাফায়েল যুদ্ধবিমান কেনার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের চুক্তি প্রক্রিয়ায় আদালত সন্তুষ্ট। ওই চুক্তিতে কোনওরকম হস্তক্ষেপ করা হবে না বলে আদালত জানিয়েছিল।
কিন্তু, ওই রায় পুর্নর্বিবেচনার আবেদন জানিয়ে একগুচ্ছ রিভিউ পিটিশন জমা পড়ে সুপ্রিম কোর্টে।

শেয়ার করুন