চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

ফাইল ছবি

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক

১২ মে, ২০১৯ | ১:২৫ অপরাহ্ণ

মালয়েশিয়ার শ্রমবাজারের বাংলাদেশী শ্রমিকদের সমস্যা নিরসনে দু’দেশের মধ্যে মঙ্গলবার (১৪ মে) দ্বিপক্ষীয় বৈঠক হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী ইমরান আহমদ এবং মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম কুলাসেগেরানের মধ্যে এই বৈঠক হবে।

বৈঠকে অংশ নিতে এরই মধ্যে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মালয়েশিয়ায় অবস্থান করছেন। তিনি আগামী বৃহস্পতিবার (১৬ মে) পর্যন্ত মালয়েশিয়ায় অবস্থান করে বিভিন্ন বৈঠকে অংশগ্রহণ করবেন এবং ১৭ মে দেশে ফিরবেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এবং উপসচিব আবুল হোসেন প্রতিমন্ত্রীর সঙ্গে আছেন। শ্রম মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকের পাশাপাশি প্রতিমন্ত্রী বুধবার (১৫ মে) মালয়েশিয়ার সারাওয়াক প্রদেশ সফর করবেন। সেখানকার গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি সেখানে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের সঙ্গে মত বিনিময় করার কথা রয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট