চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পাকিস্তান সবজির ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে ইরান থেকে টমেটো আমদানি করবে

১৪ নভেম্বর, ২০১৯ | ১:১৯ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : পাকিস্তানে সবজির বাজারে যে ঊর্ধ্বমুখী অবস্থা বিরাজ করছে তার রাশ টেনে ধরতে ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে টমেটোসহ বিভিন্ন রকমের সবজি আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ সরকার। দেশটির সবজির বাজারে এক মাসেরও বেশি আগে অস্থিতিশীল অবস্থা তৈরি হওয়ার পর এই সিদ্ধান্ত নিল পাকিস্তান। খারাপ আবহাওয়া এবং পাক সরকারের ধীরে চলো নীতির কারণে অভ্যন্তরীণ বাজারে অক্টোবর মাসের শুরু থেকে টমেটোর সরবরাহ লক্ষ্যণীয়ভাবে কমে যায়। গত মাসে ভারী বর্ষণের কারণে ওই অঞ্চলে টমেটোর দাম ব্যাপকভাবে বেড়ে গেছে।

পাকিস্তানের পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, অভ্যন্তরীণ বাজারে গড়পড়তা ১৮০ রুপিতে এক কেজি টমেটো বিক্রি হচ্ছে। তবে কোথাও কোথাও প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ৩০০ রুপিতে। টমেটোর বাজারের এই অস্থিতিশীল অবস্থার কথা বিবেচনা করে পাকিস্তানের জাতীয় খাদ্য নিরাপত্তা মন্ত্রণালয় গতকাল রাজধানী ইসলামাবাদে এক বৈঠকের মাধ্যমে প্রতিবেশী দেশগুলো থেকে টমেটো আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট