চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বিদ্যুতহীন কাশ্মীরে মিলছে না মোমবাতি-কয়লা

১৩ নভেম্বর, ২০১৯ | ৪:৫৮ পূর্বাহ্ণ

গত আগস্টের শুরু থেকেই কার্যত অবরুদ্ধ অবস্থায় রয়েছে কাশ্মীর। রাজ্যের মর্যাদা বাতিলের পর থেকে সেখানে মোতায়েন রয়েছে কয়েক লাখ সেনা। ভারত সরকার কাশ্মীরের স্বাভাবিক অবস্থা দাবি করলেও এখনো অবরুদ্ধ কাশ্মীর। জনজীবনে স্বাভাবিকতার ছিটেফোটাও নেই। স্বাভাবিক কাজকর্ম, ব্যবসা-বাণিজ্যও ধ্বংস হয়েছে। এমন অবস্থায় প্রবল তুষারপাত শুরু হয়েছে কাশ্মীরজুড়ে। এতে বিদ্যুতবিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশিরভাগ এলাকা। আলো জ্বালাতে সামান্য মোমবাতিও মিলছে না।

নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই তুষারপাত শুরু হয়েছে কাশ্মীরে। বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বিদ্যুৎ সংযোগ। পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে স্থানীয় প্রশাসন।আলো জ্বালানোর জন্য বাজারে মিলছে না মোমবাতি এবং ঠা-ার প্রকোপ থেকে বাঁচতে বাজারে মিলছে না এলপিজি কয়েলও। তুষারের বেশি প্রভাব পড়েছে বিদ্যুৎ পরিকাঠামোর ওপর। উপড়ে গিয়েছে বিদ্যুতের অনেক খুঁটি। বারামুলা এলাকায় প্রায় ছয় ফুট পুরু বরফ জমেছে।

শেয়ার করুন