চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

আসছে বছর নির্বাচন ঘিরে তোড়জোড় শুরু ইরানে

১৩ নভেম্বর, ২০১৯ | ৪:৫৮ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : ২০২০ সালের ফেব্রুয়ারিতে ইসলামি প্রজাতন্ত্রের দেশ ইরানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘিরে এরই মাঝে বিভিন্ন প্রস্তুতি শুরু করেছে দেশটি। রোববার ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
খবরে বলা হয়, ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি ইরানের সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীরা আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন জমা দিতে পারবেন। আসন্ন এ নির্বাচন ঘিরে সোমবার সকালে রাজধানী তেহরানে নির্বাচনী সদর দফতরের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুলরেজা রাহমানী ফাজলি।
এ কার্যালয়ে মূলত জনসংযোগ, নির্বাচনী নিরীক্ষা ও প্রচারণা সংক্রান্ত বিভাগগুলো রয়েছে। পাশাপাশি আইন সংক্রান্ত বিষয় ও নির্বাচনকালীন পরিসংখ্যান কমিটিগুলোও এ দফতর থেকেই পরিচালিত হবে।

শেয়ার করুন