চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার প্রয়াত

১২ নভেম্বর, ২০১৯ | ১:৪৩ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : ভারতের সাবেক মুখ্য নির্বাচন কমিশনার টি এন সেশন আর নেই। মৃত্যুকালে তার বয়েস হয়েছিলো ৮৬ বছর। বেশ কিছুদিন ধরেই তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। রোববার স্থানীয় সময় রাত ৯ টা ৪৫ মিনিট নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে চেন্নাইয়ের বাসভবনে মারা যান টি এন সেশন। তিনি ছিলেন ভারতের ১০ তম প্রধান নির্বাচন কমিশন। ১৯৯০ সালের ১২ ডিসেম্বর থেকে ১৯৯৬ সালের ১১ ডিসেম্বর পর্যন্ত শক্তহাতে ভারতের প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব সামলেছিলেন তিনি। ১৯৩২ সালে ভারতের কেরল রাজ্যের তিরুনেল্লাইয়ে জন্মগ্রহন করেন তিনি।

পদার্থবিদ্যায় স্নাতক হয়ে মাদ্রাজ খ্রিস্টান কলেজে তিন বছর অধ্যাপনার পর হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট