চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মানুষের কানে তেলাপোকার বাসা!

১০ নভেম্বর, ২০১৯ | ২:০০ পূর্বাহ্ণ

এলভির কানের মধ্যে ঘুরে বেড়াচ্ছে তেলাপোকার দল -সংগৃহীত ছবি

চিনের হুইজহাউ শহরে বসবাস করেন ২৪ বছরের এলভি। কিছুদিন ধরেই ডান কানে প্রচ- ব্যথা অনুভব করছিলেন তিনি। সম্প্রতি এক রাতে সেই ব্যথা চরমে ওঠে।

ব্যথার কারণে বিছানায় শুয়ে ছটফট করছিলেন তিনি। এ সময় তার পরিবারের সদস্যসা টর্চ জ্বেলে দেখেন, এলভির কানের মধ্যে বড়সড় একটি তেলাপোকা। এরপরই এলভিকে শহরের সানহে হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখানে তার কান পরীক্ষা করে চমকে ওঠেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা দেখেন, এলভির কানের মধ্যে একটি নয়, তেলাপোকার পুরো পরিবারের বসবাস। তার কানের ভিতর থেকে একটি বড় তেলাপোকাসহ ১০টার বেশি বাচ্চা বের করেছি আমরা। কানের ভিতরে ঘুরে বেড়াচ্ছিল সেগুলো। কিন্তু কী ভাবে এটা সম্ভব হল? এ ব্যাপারে স্থানীয় সংবাদ মাধ্যমকে ওই চিকিৎসক জানান, এলভি বিছানার পাশেই খাবারের প্যাকেট রেখে ঘুমাতেন। সেই খাবার খেতে এসেই তেলাপোকারা তার কানে ঢুকে থাকতে পারে বলে আশঙ্কা তার।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট