চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

জম্মু-কাশ্মীরে তুষারপাত নিহত ৬, আটকা পড়েছেন বহু পর্যটক

৯ নভেম্বর, ২০১৯ | ২:২৪ পূর্বাহ্ণ

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলায় তুষারপাতে ছয়জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় আলাদা দু’টি গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান তারা। নিহতদের মধ্যে চারজন সেনা সদস্য রয়েছেন। জম্মু-কাশ্মীরে আকস্মিক তুষারঝড়ে স্থবির হয়ে গেছে জনজীবন। দ্বিতীয়দিনেই তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের ১০ ডিগ্রি নিচে। অবিরাম তুষারপাতে কয়েক ইঞ্চি বরফস্তরে ঢেকেছে পুরো এলাকা। শুক্রবার তুষারধসের কারণে গুলবা, লাহুল, কুলু ও মুঘল রোডে আটকা পড়েছে অন্তত চার হাজার গাড়ি। প্রাণহানি এড়াতে শ্রীনগর ও লেহ বিমাবন্দরে ১১টি ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। এতে দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার যাত্রী। তুষারঝড় থেকে বাঁচানোর জন্য মা তার ছেলেকে মাথায় কাপড় মুড়িয়ে দিচ্ছেন। ছবি-এএফপি

শেয়ার করুন