চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিজেপি নেতার ‘সোনা তত্ত্ব’ : গরুর বদলে ঋণ চান কৃষক

৮ নভেম্বর, ২০১৯ | ১:২৬ পূর্বাহ্ণ

গত সোমবার বর্ধমানে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, দেশীয় গরুর দুধে রয়েছে সোনা। আর তাই গরুর দুধের রঙ নাকি হলদেটে। আর তার এই তত্ত্বের প্রভাব পড়তে শুরু করছে। গরুর বদলে গোল্ড লোন চেয়ে ‘মনিপ্পুরম ফিন্যান্স লিমিটেড’র অফিসে হাজিরা হলেন এক কৃষক।

ঘটনাটি ঘটেছে ভারতের ডানকুনিতে। গরুর দুধে সোনা আছে জানতে পেরেই এই কা- ঘটান তিনি। ভারতীয় সংবাদমাধ্যমকে ওই কৃষক জানান, তিনি গোল্ড লোন চাইতে মনিপ্পুরমে এসেছেন এবং এই কারণে সঙ্গে করে দুটি গরুও এনেছেন। তিনি বলেন, আমি শুনেছি গরুর দুধে সোনা রয়েছে। আমার পরিবার এই গরুগুলোর ওপর নির্ভর করে। আমার কাছে ২০টি গরু রয়েছে, যদি আমি ঋণ পাই তবে আমার ব্যবসা আরো বড় করতে পারব।

দেশটির গড়লগাছা গ্রাম পঞ্চায়েতের প্রধান মনোজ সিং বিজেপি’র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি জানিয়েছেন, দিলীপ ঘোষের করা ওই মন্তব্যের পরেই প্রতিদিন নানা লোক তার কাছে গরু নিয়ে আসছেন এবং জানতে চাইছে তারা এই গরুর বদলে কতটা ঋণ পাবেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট