চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ফোরদু পরমাণু স্থাপনায় গ্যাস ঢোকানোর কাজ শুরু করল ইরান

৭ নভেম্বর, ২০১৯ | ১:৩৭ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরান গতকাল থেকে ‘ফোরদু’ পরমাণু স্থাপনার সেন্ট্রিফিউজে গ্যাস ঢোকানোর কাজ শুরু করেছে। ইরানের জাতীয় আনবিক শক্তি সংস্থা গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, জাতীয় নিরাপত্তা পরিষদের সভাপতি ও প্রেসিডেন্ট ড. হাসান রুহানির নির্দেশে দুই হাজার কেজি ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড বা ইউএফসিক্স গ্যাসের একটি সিলিন্ডার ‘ফোরদু’ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।
আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা বা আইএইএ’র তত্ত্বাবধানেই এ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন ধাপে ধাপে স্থগিত রাখার প্রক্রিয়ার অংশ হিসেবে ইরান এ পদক্ষেপ নিল।
এর মধ্যদিয়ে দেশটি এই প্রক্রিয়ার চতুর্থ ধাপ শুরু করলো। ফোরদু স্থাপনায় বুধবার থেকেই গ্যাস ঢোকানোর কাজ শুরু হবে বলে আগেরদিনই জানিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট। পরমাণু সমঝোতায় বলা হয়েছে ইরান ‘ফোরদু’ স্থাপনায় এক হাজার ৪৪টি সেন্ট্রিফিউজ বসাতে পারবে, কিন্তু সেখানে গ্যাস ঢোকাতে পারবে না।

শেয়ার করুন