চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

দিল্লির বায়ুদূষণ আবারও গাড়ি নিয়ন্ত্রণে ‘জোড়-বিজোড়’ পদ্ধতি চালু

৫ নভেম্বর, ২০১৯ | ২:২২ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : বায়ুদূষণের অতি বিপজ্জনক মাত্রা মোকাবেলায় রাস্তায় চলাচলরত গাড়ি নিয়ন্ত্রণের পদ্ধতি গ্রহণ করেছে ভারতের রাজধানী দিল্লির কর্তৃপক্ষ।

এই পদ্ধতি অনুযায়ী সোমবার, ৪ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দিল্লির সড়কগুলোতে একদিন শুধু জোর নম্বরের গাড়ি চলবে এবং অন্যদিন শুধু বিজোড় নম্বরের গাড়ি চলবে।

রোববার স্থানীয় সময় সকাল ৮টা থেকেই এ নিয়ম চালু হয়েছে বলে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে। নিয়মের লঙ্ঘন ঠেকাতে দিল্লির বিভিন্ন অংশে ২০০ জন ট্র্যাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। সচেতনতা তৈরিতে কাজ করতে প্রায় পাঁচ হাজার সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

যে সব গাড়ির নম্বরের শেষ সংখ্যাটি বিজোড় সেগুলোকে ৪, ৬, ৮, ১২ ও ১৪ তারিখে রাস্তায় নামতে নিষেধ করা হয়েছে। অপরদিকে যে সব গাড়ির শেষ সংখ্যাটি জোড় সেগুলোকে ৫, ৭, ৯, ১১, ১৩ ও ১৫ তারিখে রাস্তায় নামতে নিষেধ করা হয়েছে।
এই সময়ের মধ্যে শুধু ১০ নভেম্বর, রোববার সব নম্বরের গাড়ি রাস্তায় নামতে পারবে বলে জানিয়েছে দিল্লি রাজ্য সরকার।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট