চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

তিউনিসিয়ায় সাগরে নৌকাডুবে নিহত ৬৫

আন্তর্জাতিক ডেস্ক

১১ মে, ২০১৯ | ১:১৮ অপরাহ্ণ

তিউনিসিয়ায় সাগরে নৌকাডুবিতে ৬৫ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার তিউনিসিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলে অভিবাসন প্রত্যাসীদের নিয়ে নৌকাটি ডুবে যায় বলে জাতিসংঘের শরণার্থী সংস্থার বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

একটি নৌকা ডুবে গেলে কমপক্ষে ৬৫ জন প্রাণ হারিয়েছে।

বৃহস্পতিবার অভিবাসী প্রত্যাশীদের নিয়ে লিবিয়ার জুয়ারা এলাকা থেকে যাত্রা শুরু করেছিলো নৌকাটি। কিন্তু যাত্রা শুরুর পরই এটি সমুদ্রে বিশাল ঢেউয়ের মুখে পড়ে এবং ডুবে যায়।

তিউনিসিয়ার নৌ-বাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতা চালিয়ে ডুবে যাওয়া নৌকার ১৬ জনকে জীবিত উদ্ধার করেছে বলে, এক বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানায়। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই নৌকার যাত্রীরা কোনো দেশের বাসিন্দা সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি। তবে তারা সবাই আফ্রিকার সাব সাহারীয় অঞ্চলের বলে জানিয়েছে তিউনেসিয়ার নৌ-বাহিনী।

ইউএনএইচসিআর বলছে, চলতি বছরে এটাই অভিবাসন সংক্রান্ত সবচেয়ে ভয়াবহ নৌকাডুবির ঘটনা। এর আগে গত চার মাসে লিবিয়া হয়ে ইউরোপ যাওয়ার পথে সাগরে ডুবে মারা গেছে প্রায় ১৬৪ জন অভিবাসন প্রত্যাসী।

শেয়ার করুন