চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কানাডার জাতীয় নির্বাচন আজ

২১ অক্টোবর, ২০১৯ | ২:৩৮ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : উত্তর আমেরিকার দেশ কানাডার ৪৩তম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে আজ। দেশটির পার্লামেন্ট হাউজ অব কমন্সের ৩৩৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে ৬টি দল। বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবারের নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে পারেন।
বিশ্লেষকেরা বলছেন, জলবায়ু ও মাদকসহ বিভিন্ন ইস্যুতে বিতর্কিত পদক্ষেপের কারণে অভিবাসন নীতিতে উদার হিসেবে পরিচিত জাস্টিন ট্রুডোর জনপ্রিয়তা দেশে অনেকটাই কমেছে। এবারের নির্বাচনে তাকে শক্ত চ্যালেঞ্জ জানাচ্ছেন কনজারভেটিভ দলের নেতা স্টিফেন হারপার।
কানাডার জনসংখ্যা প্রায় চার কোটি। মোট ১০টি প্রদেশ নিয়ে আয়তনের দিক থেকে কানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। বহুধা সংস্কৃতির আবাসস্থল হিসেবে পরিচিত কানাডায় সরকার গঠন করতে হলে ৩৩৮ আসন বিশিষ্ট পার্লামেন্ট হাউজ অব কমন্সে একক সংখ্যাগরিষ্ঠতায় ১৭২ আসন প্রয়োজন।

শেয়ার করুন