চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

এনআরসি হবে পশ্চিমবঙ্গেও: অমিত শাহ

অনলাইন ডেস্ক

১৯ অক্টোবর, ২০১৯ | ৪:২৩ অপরাহ্ণ

আসামের পর এবার পশ্চিমবঙ্গেও এনআরসি চালু করা হবে বলে দৃঢ় ঘোষণা দিলেন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শনিবার (১৯ অক্টোবর) ভারতীয় বার্তা সংস্থা এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘নাগরিকপঞ্জী নিয়ে জনগণকে ভুল বোঝাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শরণার্থী ভাইদের জানাতে চাই- চিন্তার কোনো কারণ নেই, কেননা কেন্দ্রীয় সরকার আপনাদের দেশের বাইরে ছুড়ে ফেলবে না। তবে আসামের পর এবার পশ্চিমবঙ্গেও এনআরসি চালু করা হবে।’

সংশ্লিষ্ট অনেকেরই দাবি, ২০২১ সালে অনুষ্ঠেয় রাজ্যের বিধানসভা নির্বাচনে সৌরভ গাঙ্গুলীকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদে মনোনয়ন দিতে চায় বিজেপি।

সাক্ষাৎকারে দলটির সভাপতি বলেছেন, ‘রাজ্যটির বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী পদে বিজেপি ঠিক কাকে উপস্থাপন করা হবে। তা নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সৌরভ গাঙ্গুলী আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। যদিও তখন আমাদের মধ্যে রাজনীতি নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে ভবিষ্যৎ অনিশ্চিত, তখন অনেক কিছুই ঘটতে পারে।’

যদিও অমিত শাহর সঙ্গে দেখা করা নিয়ে সৌরভ গাঙ্গুলী বলেছেন, ‘তার (অমিত শাহ) সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। আমাদের সেই সাক্ষাৎ নিয়ে বর্তমানে যেভাবে আলোচনা হচ্ছে, আসলে তেমন কোনো কিছুই হয়নি।’

অপর দিকে পশ্চিমবঙ্গে এনআরসি ইস্যুতে বিজেপি সভাপতি অমিতের দাবি, ‘তৃণমূল এখানো লোকজনকে এনআরসি নিয়ে ভুল বোঝাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলে বেড়াচ্ছেন, এর মাধ্যমে নাকি আমাদের হিন্দু শরণার্থী ভাইদের দেশ থেকে তাড়ানো হবে। আপনারা কোনো গুজবে কর্ণপাত করবেন না। এনআরসির আগে অবশ্যই আমরা নাগরিক (সংশোধিত) বিল আনব, যা এই সমস্ত লোকদের ভারতীয় নাগরিকত্ব প্রদানের কাজ সুনিশ্চিত করবে।’

উল্লেখ্য, সম্প্রতি ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই’এর সভাপতি হিসেবে এরই মধ্যে মনোনীত হয়েছেন সৌরভ গাঙ্গুলী। আর সেখানে সচিব পদে নিযুক্ত হয়েছেন অমিত শাহর ছেলে জয় শাহ। মূলত এরপরই সরগরম হয় ভারতের রাজনীতির প্রেক্ষাপট।

পূর্বকোণ/টিএফ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট