চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ফেলে যাওয়া অস্ত্র-গুদাম বোমা মেরে ধ্বংস করলো আমেরিকা

১৮ অক্টোবর, ২০১৯ | ১:৪৭ পূর্বাহ্ণ

সিরিয়ার উত্তরাঞ্চলে নিজেদের ফেলে যাওয়া একটি গোলাবারুদের ঘাঁটিতে বোমা মেরে উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। কুর্দি গেরিলাদের বিরুদ্ধে তুরস্কের সামরিক অভিযান শুরু হওয়ার আগ মুহূর্তে উত্তর সিরিয়ার ওই ঘাঁটি ছেড়ে চলে যায় মার্কিন সেনারা। আমেরিকার দুটি এফ-১৫ ই জঙ্গিবিমান একটি সিমেন্ট ফ্যাক্টরিতে বোমা হামলা চালায় যা আমেরিকা ও কুর্দি গেরিলাদের সমন্বয় কেন্দ্র হিসেবে কাজ করছিল। সিমেন্ট ফ্যাক্টরি যাতে আর সামরিক স্থাপনা হিসেবে ব্যবহার না করা যায় সে জন্য এগুলো ধ্বংস করা হয়েছে। তবে, মার্কিন টিভি সিএনএন বলেছে, ওই স্থাপনার গোলাবারুদ যাতে তুর্কি সমর্থিত সশস্ত্র গ্রুপগুলোর হাতে না পড়ে সেজন্য গুদামটি ধ্বংস করা হয়েছে। [ছবি : ঐ অভিযানে সামান্য ক্যাজুয়ালটি ঘটে]

শেয়ার করুন