চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

২ বছরের মধ্যে ৮ বগির হচ্ছে দিল্লির সব ট্রেন

১৮ অক্টোবর, ২০১৯ | ১:৪১ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : দিল্লির সব ছয় বগির ট্রেন ২০২১ সালের মধ্যেই আট বগিতে পরিণত করা হবে। আরও বেশি যাত্রী পরিবহনের জন্য রূপান্তরিত ট্রেনগুলোকে লাল, হলুদ ও নীল লাইনে চালু করা হবে। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বর্তমানে ছয় ও আট- দু’ধরনের বগির ট্রেন চলছে তিনটি লাইনে।

লাল লাইনে চালু রয়েছে ৩৯টি ছয় বগির ট্রেন। হলুদ ও নীল লাইনে চলছে যথাক্রমে ১২ ও নয়টি ছয় বগির ট্রেন। দিল্লি মেট্রো রেল করপোরেশন লিমিটেডের মুখপাত্র অনুজ দয়াল জানান, মোট ১২০টি বগি বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের। ২০২১ সালের মার্চ মাসের মধ্যে এ পরিকল্পনা বাস্তবায়িত হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট