চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জার্মানিতে দুদিনব্যাপী বাংলাদেশ সম্মেলন

অনলাইন ডেস্ক

১৭ অক্টোবর, ২০১৯ | ৯:৪৮ অপরাহ্ণ

জার্মানিতে সপ্তমবারের মতো বাংলাদেশ সম্মেলন শুরু হয়েছে।  বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও বাংলাদেশ ফোরামের সমন্বয়ক ড্রেক সাম বাংলাদেশবিষয়ক ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন।

দুদিনব্যাপী এই সম্মেলনে বাংলাদেশ থেকে আগত সুশীল সমাজের প্রতিনিধিসহ জার্মানিতে বাংলাদেশবিষয়ক বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। পাশাপাশি জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ ও এশীয় ডেস্ক এবং জার্মান পার্লামেন্টের দক্ষিণ এশীয়বিষয়ক কমিটির সংসদ সদস্যরাও অংশ নিচ্ছেন।

সম্মেলনে চারটি অধিবেশনে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, গণতান্ত্রিক কাঠামো, আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা, জ্বালানি ও পরিবেশবিষয়ক আলোচনা ছাড়াও পাঁচটি কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।

দুই দিনব্যাপী সম্মেলনে চারটি অধিবেশনে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, গণতান্ত্রিক কাঠামো, আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা ইত্যাদি বিষয়ে আলোচনা হবে। সম্মেলনের দ্বিতীয় পর্বে বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামো ও চর্চায় আন্তর্জাতিক বিনিয়োগ, বৈশ্বিক অর্থনীতির প্রভাব, বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা ও দায়িত্ব নিয়ে বলেন জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশীয় দেশগুলোর সমন্বিত রাষ্ট্রদূত মারকুস পটসেল।  এই পর্বে অনুষ্ঠানটি সঞ্চালন করেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের সাবেক প্রধান স্টেফান ফ্রোবিয়ান।

সম্মেলনে বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক বিকাশে জনগণের উন্নয়ন বা অধঃপতন: সমস্যা ও সমাধান শনাক্তকরণে পাঁচটি কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। কর্মশালাগুলো পরিচালনা করবেন বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট অতিথিরা এবং সঞ্চালন করবেন জার্মানিতে বাংলাদেশবিষয়ক বিশেষজ্ঞরা।

উপকূলীয় অঞ্চলে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অবকাঠামো ও স্থানীয় জনগণের ওপর এর প্রভাববিষয়ক কর্মশালাটি পরিচালনা করেন খুলনা প্রকৌশল বিশ্ববিদালয়ের শিক্ষক মনজুর মোরশেদ, সঞ্চালনায় ছিলেন ব্রেড ফরদ্য ওয়াল্ড।

শুক্রবার সম্মেলনের দ্বিতীয় দিনে বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক পরিস্থিতি এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াগুলোয় নাগরিকদের অংশগ্রহণের উপায় ও সম্ভাবনা নিয়ে সমন্বিত আলোচনা সঞ্চালন করবেন ইয়োখন নয়েম্যান।

জার্মানির বাংলাদেশ ফোরাম আয়োজিত দুদিনব্যাপী সম্মেলনে বাংলাদেশবিষয়ক বিশেষজ্ঞরা ছাড়াও পরিবাদী, মানবাধিকারকর্মী এবং বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মীরা অংশ নিচ্ছেন। এছাড়া জার্মান সফররত বাংলাদেশ বাণিজ্যিক দলের বেশ কিছু সদস্য এবং জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/টিএফ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট